আদিবাসীরা অর্থনৈতিকভাবে পিছনে পড়ে রয়েছে-দেবাশীষ রায়

Published: 26 Dec 2015   Saturday   

পার্বত্য চট্টগ্রামের বসবাসরত আদিবাসীরা অর্থনৈতিকভাবে এখনো পিছনে পড়ে রয়েছে মন্তব্য বলে করেছেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়।

 

তিনি বলেন,এনজিওদের পরিচালিত ক্ষুদ্র ঋন কর্মসূচী তাদের জন্য সহায়ক নয়। বরং এনজিও প্রতিষ্ঠানগুলো যে হারে সুদ আদায়  করছে  তাতে সাধারণ জনগণ আরো দারিদ্রতার দিকে ধাবিত হচ্ছে ।

 

শনিবার জুরাছড়ি বনযোগী ছড়া জোন অধিনায়কের সাথে সৌজন্য স্বাক্ষাতকালে চাকমা রাজা এসব কথা বলেন। 

 

বনযোগী ছড়া জোন সদর দপ্তরে অতিথি বিশ্রামাগার কক্ষে চাকমা রাজা দেবাশীষ রায়ের সাথে জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল মোঃ মেজবা উল ইসলাম খানের মধ্যে সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় চাকমা রাণী ইয়ান ইয়ান,লেপ্টেনেন মোঃ পারভেজ,বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, বনযোগীছড়া হেডম্যান করুনা ময় চাকমা, বসন্ত মৌজার হেডম্যান  সিয়াল জল পাংখোয়া, বরকল ইউনিয়নের মারমা পাড়ার কার্ব্বারী অংশলা মারমাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে বনযোগী ছড়া সেনা জোনে পৌছলে চাকমা রাজাকে স্বাগত জানান জোন অধিনায়ক । 

 

আদিবাসীদের সংস্কৃতি ধরে রাখতে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করে চাকমা রাজা দেবাশীষ রায় আর বলেন,অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের জন্য দেশের তফশীল ব্যাংক গুলো ভূমিকা জরুরী। ব্যাংক গুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের জন্য স্বল্প সুদের ঋণের ব্যবস্থা থাকলেও মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে না।

 

এ সময় জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল মোঃ মেজবা উল ইসলাম খান বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে বর্তমান সরকার আন্তঃরিক। শুধু প্রয়োজন তিন পার্বত্য জেলার নির্বাচীত মন্ত্রীদের প্রকল্প নির্ধারণ করা।এ সময় জোন অধিনায়ক এলাকায় উন্নয়নে সকল সহযোগীতার প্রতিশ্রুতি দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত