বান্দরবানে বিএনপির বহিস্কৃত নেতাদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Published: 27 Dec 2015   Sunday   

বান্দরবান পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে দলের নেতাদের বহিস্কারের প্রতিবাদে রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। 

 

বান্দরবান পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরীকে চব্বিশ ঘন্টার মধ্যে কারন দর্শানো নোটিশ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মশিয়ুর রহমান মিঠুনকে দল থেকে বহিস্কারের প্রতিবাদে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উন্মোক্ত মঞ্চে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড.কাজি মাহতুল হোসেন যত্ন,জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম,জেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী,জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মশিয়ুর রহমান মিঠুন সহ আরো অনেকে।

 

সমাবেশে জেলা ছাত্রদলের,ও যুবদলের একাংশসহ জেলা বিএনপির মধ্যম সারির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ছাত্রদলের মোঃ মুসলিম উদ্দিন। এর আগে একটি ঝাড়ু মিছিল শহর প্রদক্ষিন করে উন্মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

সমাবেশে বক্তারা বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকেও বান্দরবানে ঢুকতে দেয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন।


বক্তারা কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং এবং ধানের শীষের মেয়র প্রার্থী জাবেদ রেজার তীব্র সমালোচনা করে ধানের শীষের প্রতীকে ভোট না দিয়ে তাকে প্রতিহত করার জন্য বিএনপি নেতা-কর্মীদের প্রতীক আহবান জানান। এবং প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে জাবেদ রেজা বিরোধী টিম গঠন করে ৩০ ডিসেম্বর ভোট প্রদান না করার ব্যবস্থা করা হবে বলে হুমকি দেন।

 

বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় নেতারা অর্থের বিনিময়ে যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে জাবেদ রেজাকে মনোনয়ন প্রদানে বান্দরবান থেকে বিএনপিকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত