মনি চাকমা সভাপতি ও রীতা চাকমা সম্পাদক নির্বাচিত

Published: 27 Dec 2015   Sunday   

পৌরসভা, ইউনিয়ন এবং উপজেলা পরিষদের কার্যক্রমে এবং এলাকার উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করতে  রোববার রাঙামাটিতে জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

এতে বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা সভাপতি ও রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান  রীতা চাকমা কে  সাধারন সম্পাদক করে জেলা নারী উন্নয়ন গঠন করা হয়।

 

জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত নারীর ক্ষমতায়তনে দক্ষতা বৃদ্ধি এবং জেন্ডার সংবদেনশীল করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং রাঙামাটি জেলা প্রশাসন   এর ব্যস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

 

কর্মশালার উদ্ধোধন করেন স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের পরিচালক দীপক চক্রবর্তী।  জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন  ইউএনডিপির সহকারী কান্ট্রি রিপ্রেজেন্টিভ শায়লা খান, এলজিএসপি প্রকল্পের বিভাগীয় ফ্যাসিলেটর আনোয়ার পাশা, রাঙামাটি জেলার স্থানীয় সরকার বিভারে ভারপ্রাপ্ত উপ-পরিচালক  আবু শাহেদ চৌধুরী। 

 

উপজেলা গর্ভনেন্স প্রকল্পের আওতায় এবং ইউএনডিপির সহায়তা আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন  উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য ইউনিয়ন পরিষদ মেম্বার সহ ৬৮ জন নারী জনপ্রতিনিধি অংশ নেন।

 

কর্মশালায় নারীর ক্ষমতায়নে ইউজেডজিপি এবং ইউপিজিপি প্রকল্পের ভূমিকা, নারীর ক্ষমতায়নে  উইমেন ডেভলপমেন্ট ফোরামের  ভুমিকা, নারী উন্নয়ন ফোরাম এর চ্যালেঞ্জ, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাথে সমন্বয় বিষয়ক বিভিন্ন বিষয়ে দলগত আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

 

পরে কর্মশালায় অংশগ্রনকারী নারী জনপ্রতিনিধিদের গোপন ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা-কে সভাপতি, বিলইছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শ্যামা চাকমাকে সহ-সভাপতি এবং রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান  রীতা চাকমা-কে  সাধারন সম্পাদক করে রাঙামাটি জেলার ১১ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত