জুরাছড়িতে মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক অবহতিকরণ কর্মশালা

Published: 29 Dec 2015   Tuesday   

মঙ্গলবার জুরাছড়িতে মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

জুরাছড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কার্য্যলয়ের সম্মেল কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ, আইইএম ইউনিটের পুপুলেশন কমিউনিকেশন অফিসার প্রবীর কুমার সেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুরুল আলম, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্য, হেডম্যান-কার্ব্বারীসহ ৪০ জন অংশগ্রহন করেন। 

 

অবহতি করণ কর্মশালায় মা শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, এইচআইভি ও জেন্ডার বিষয়ে আলোচনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত