রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেক প্রদান

Published: 29 Dec 2015   Tuesday   

মঙ্গলবার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বেপারী পাড়ার দুস্থ মহিলা কল্যাণ সমিতিকে সেলাই মেশিন ক্রয়ের জন্য ৫০হাজার টাকার চেক প্রদান করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বেপারী পাড়ার দুস্থ মহিলা কল্যাণ সমিতিকে সেলাই মেশিন ক্রয়ের জন্য ৫০হাজার টাকার চেক প্রদান করেন। দুস্থ মহিলা কল্যাণ সমিতির পক্ষে চেক গ্রহণ করেন বাঘাইছড়ি মারিশ্যা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ শাহজাহান।

 

এ সময় জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটির রাজ বনবিহার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য রনেন্দ্র চাকমা রিন্টু, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা, বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ ইয়াসিন ও পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

 

চেক প্রদানকালে পরিষদ চেয়ারম্যান বলেন, পরিষদের এই আর্থিক সহযোগিতার মাধ্যমে দুস্থ মহিলা কল্যাণ সমিতির উন্নয়নমুখী কাজগুলো আরো ত্বরান্বিত হবে বলে বিশ্বাস। প্রদানকৃত অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে এলাকার অন্যান্য নারীদেরও উন্নয়নমুখী কাজে সম্পৃক্ত করতে তিনি সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত