বিসিএস কর্মকর্তাদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

Published: 29 Dec 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বিভিন্ন  বিভাগের ১৪জন বিসিএস কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এসময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, সবির কুমার চাকমা ও রেমলিয়ানা পাংখোয়া বক্তব্য রাখেন।

 

সভায় পরিষদ গঠন, ভূমিকা, কার্যাবলী’সহ পরিষদের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। 

 

সভায় পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব ব্যাপক। পর্যটন আজ বিশ্বের বৃহত্তম ব্যবসা। তাই এই জেলার পর্যটন শিল্পের উন্নয়ন ও আধুনিকায়নে পরিষদ হতে নানামুখী পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং তা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে। পর্যটন শিল্পের উন্নয়ন ঘটলে এ জেলার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হবে এবং সম্পদের গতিশীলতা বাড়বে।

 

চেয়ারম্যান  আরও বলেন, বত ১৯৯৭সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ চুক্তির অনেকগুলো ধারা বাস্তবায়িত হয়েছে এবং বাকী ধারাগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে এ সরকার। পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ গঠন হয়েছে।  এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং সে অনুযায়ী পার্বত্য জেলা পরিষদগুলো জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

 

 তিনি বলেন, এ জেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে বর্তমান সরকার এখানে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। তিনি সরকারের উন্নয়নমূলক কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত