আলীদকমে গুলিবিদ্ধ দু’ব্যক্তির লাশসহ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

Published: 31 Dec 2015   Thursday   

বান্দরবানের আলীকদম ও থানচি সড়কের পাশে গুলিবিদ্ধ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

 

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পিস্তলের একটি গুলি ও কার্তুজ বন্দুকের চারটি গুলি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সন্ত্রাসীদের ভিতরে কোন্দলে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয়রা জানায়, স্থানীয়রা ভোরে মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে আলীকদম সেনানিবাসে ফোন করলে সকালে আলীকদম সেনানিবাস থেকে একটি সেনা বাহিনীর একটি টহলদল ও পুলিশের একটি উদ্ধার দল ঘটনা স্থলে যায়।

 

এ সময় মৃত দুই ব্যক্তির দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার, দুটি ছুরি ও ঘটনা স্থল থেকে ৭.৬২ বোরের চারটি খালি গুলির খোশা ও বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন হলেন পার্শ্ববর্তী থানচি উপজেলার অবয় কারবারী পাড়ার লক্ষয় ¤্রাে এর ছেলে সিংলক ম্রো (৩০)। তবে অপর নিহতের নাম ও ঠিকানা জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


অপর একটি সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মিনিটে আলীকদম-থানচি সড়কের দোছড়ি এলাকার ১৩ মাইল পয়েন্ট থেকে উপজেলার পানবাজার এলাকার মৃত লালাশাহ ফকির এর ছেলে বোরহান উদ্দিন(৩০) কে অপহরণ করে সদ্য আত্মসমর্পনকৃত মুরুং সন্ত্রাসী গুপ ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টি (এমএনডিপি)”র বিচ্ছিন্নতাবাদী কয়েকজন সন্ত্রাসী।

 

এ ঘটনাট জানতে পেরে অপহৃতকে ছিনিয়ে নেয়ার জন্য স্থানীয় অপর একর ত্রিপুরা সন্ত্রাসী গ্রুপের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষন গোলাগুলিতে দুই ব্যক্তি নিহত হয় বলে ধারনা।


এ ব্যাপারে সত্যতা স্বীকার করে আলীকদম থানার অফিসার ইনর্চাজ অপ্পেলা রাজু নাহা বলেন, দীর্ঘদিন যাবত চলে আসা উপজাতী দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে চলমান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আলীকদম জোনের লে: কর্ণেল সরোয়ার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় সন্ত্রাসীদের মধ্যে কোন্দলের কারণে এই হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত