কাউখালীতে দৃর্বৃত্তের হামলায় ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আহত,প্রতিবাদে সড়ক অবরোধ

Published: 31 Dec 2015   Thursday   

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে দৃর্বৃত্তের হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

এদিকে, এ হামলার প্রতিবাদে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ ও কাউখালীতে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। এ ঘটনায় ছাত্রলীগের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কে দায়ী করলেও সংগঠনের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।


জানা যায়,গত বুধবার রাতে রাঙ্গামাটি থেকে পৌর নির্বাচন শেষে ঘাগড়ায় নিজ বাড়ীতে ফেরার পথে ঘাগড়া গীতা মন্দির এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা একদল দৃর্বৃত্ত অর্তকিত ভাবে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে কাউখালী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজিব দত্তের (২৮) উপর হামলা চালায়। তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা হামলার প্রতিবাদে ঘাগড়া বাজার এলাকার দোকানপাত বন্ধ করে দিয়ে চট্টগ্রাম-রাঙামাটি ব্যারিকেড দিলে আবারো উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কাউখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক বিপ্লব সেন (২৫) ও ছাত্রলীগ কর্মী টুনু চাকমা (২৭) আহত হয়। এদের মধ্যে বিপ্লব সেনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কাউখালী থানায় মামলার প্রক্রিয়া চলছে।

 

খবর পেয়ে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী, নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগের নেতাকর্মীদের দেখতে যান এবং চিকিৎসার খোজ খবর নেন।


এদিকে এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে ব্যারিকেড দেওয়ার খবর পেয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম ও রাঙ্গামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল ঘাগড়া এলাকায় গিয়ে ব্যারিকেড তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন।


অপরদিকে কাউখালী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ কাউখালী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। পোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল কাউখালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাব গোলচত্বরে এক সমাবেশ উপজেলা ছাত্রলীগ সভাপতি আথুই মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


উপজেলা ছাত্রলীগ সভাপতি আথুই মং মারমার এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক মাস্তির দাবী জানিয়েছেন। তবে জেএসএস কাউখালী উপজেলা শাখার সভাপতি সুভাষ চাকমা এ হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দলের কারনে তাদের মধ্যে এ হামলা করে নিজেদের ঘটনা আড়াল করতে জেএসএসকে দায়ী করছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী জানান,ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেছেন,কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।


কাউখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত