রাঙামাটিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

Published: 01 Jan 2016   Friday   

শুক্রবার রাঙামাটিতে  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

শহরের তবলছড়িতে ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে ফলক উন্মোচন করে ত্রিতল এ ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার, সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার রবাট রোনাল্ড পিন্টুসহ মুক্তিযোদ্ধারা। 

 

পরে মন্ত্রী নতুন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন। মতবিনিয় সভায় সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। পরে মন্ত্রী নানিয়ারচরের বুড়িঘাটে বীর  শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিতে জিয়ারত করতে যান। 

 

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, বিএনপি জোটরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে বিভিন্নভাবে উপস্থাপন করার কারণে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাই বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। যা নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে।

 

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা মাসিক ভাতা হিসেবে দশ হাজার টাকা করে পাবেন। অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে দেশের  যেকোন হাসপাতালে ঔষধপত্রসহ বিনা চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে ব্যয়ভার বহন করা হবে। এছাড়া  মুক্তিযোদ্ধারা ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে দুটি করে বোনাস পাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত