নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়েছে বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমিতি

Published: 02 Jan 2016   Saturday   

রাঙামাটি পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরীসহ কাউন্সিলরদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমিতি।

 

শনিবার বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির তথ্য, প্রচার, যোগাযোগ, প্রযুক্তি সম্পাদকমো. হালিম শেখ-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শুক্রবার বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু সৈয়দ এর নেতৃত্বে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরীকে  ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

 

এছাড়া একই সময়ে ৭ ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন ও কালায়ন চাকমা, ৭,৮,৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইন নাহারকেও শুভেচ্ছা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

 

এসময়  সমিতির সভাপতি মো: আবু সৈয়দ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এলাকার সকল ব্যবসায়ী সমাজের পরিবেশ সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রতি অটুট রেখে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবেন।  তিনি নবনির্বাচিত মেয়র পৌর এলাকাকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

প্রেস বার্তায় পৌরসভার নির্বাচিত ১নং ওয়ার্ড কাউন্সিল হেলাল উদ্দীন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ করিম আকবর, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: মিজানুর রহমান বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বাচিং মারমা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর রবি মোহন চাকমা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: বিল্লাল হোসেন টিটু, এবং ১, ২, ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর রূপসী দাশ গুপ্তা, ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর সোমা বেগম পূর্ণিমা-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত