নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরীকে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের অভিনন্দন

Published: 02 Jan 2016   Saturday   

জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী  রাঙামাটি পৌর মেয়র  হিসেবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিন রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন।

 

শনিবার ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা ও সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ  শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নব নির্বাচিত পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী যুব সমাজকে সাথে নিয়ে পার্বত্য অঞ্চলের সর্ববৃহৎ পর্যটন নগরী হিসাবে খ্যাত রাঙ্গামাটি পৌরসভাকে একটি আধুনিক পর্যটন নগরীতে পরিণত করবে। রাঙামাটির সার্বিক উন্নয়নের পাশাপাশি বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীর উন্নয়নেও রাঙামাটি পৌরসভার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত