জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী রাঙামাটি পৌর মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিন রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন।
শনিবার ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা ও সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নব নির্বাচিত পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী যুব সমাজকে সাথে নিয়ে পার্বত্য অঞ্চলের সর্ববৃহৎ পর্যটন নগরী হিসাবে খ্যাত রাঙ্গামাটি পৌরসভাকে একটি আধুনিক পর্যটন নগরীতে পরিণত করবে। রাঙামাটির সার্বিক উন্নয়নের পাশাপাশি বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীর উন্নয়নেও রাঙামাটি পৌরসভার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.