বান্দরবানে ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী পালন: সমাবেশে প্রশাসনের বাধা দেয়ার অভিযোগ

Published: 03 Jan 2016   Sunday   

বান্দরবানে প্রশাসনের বাধার মুখে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বলে দাবী করেছে সংগঠনটি।

 

রোববার ইউপিডিএফ`র বান্দরবান জেলা ইউনিটের সংগঠক বিক্রম তঞ্চঙ্গ্যার স্বাক্ষিরত এক প্রেস বার্তায় এ অভিযোগ করেন।


প্রেস বার্তায় বলা হয়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকালে বান্দরবান সদরের বালাঘাটা বাজারের তিন রাস্তার মোড়ে নেতাকর্মীরা সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। ফলে সেখানে সমাবেশ করতে না পেরে ইউপিডিএফ’র জেলা কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।


ইউপিডিএফ’র বান্দরবান জেলা ইউনিটের প্রধান সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফের অন্যতম সংগঠক অলকেশ চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ও জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় নেতা সামিউল আলম প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন গণতান্ত্রিক যুব ফোরামের নেতা উচিংশৈ চাক শুভ।

 

সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে বালাঘাটা বাজারে একটি র‌্যালির বের করা হয়।


সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন,গত ২৬ ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের জন্য প্রশাসনের অনুমতি চাইলে তারা পৌরসভা নির্বাচনের কারণ দেখিয়ে অনুমতি দেয়নি। ফলে সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়। কিন্তু রোববারও সমাবেশ আয়োজনে বাধা দিয়ে প্রশাসন গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ করেছে। এর মাধ্যমে প্রশাসন ও সরকারের ফ্যাসিস্ট চরিত্র আবারো উন্মোচন হয়ে পড়েছে।


বক্তারা বলেন, তথাকথিত উন্নয়ন ও পর্যটনকেন্দ্র স্থাপনের নামে এবং সরকারের মন্ত্রী-এমপি, আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা ও বহিরাগত ভূমি দস্যু কর্তৃক বান্দরবানে হাজার হাজার একর ভূমি বেদখল করা হয়েছে। প্রতিনিয়ত পাহাড়িদের নিজেদের ভূমি ও বসতভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে। ফলে পাহাড়িদের অস্তিত্ব আজ চরম হুমকির মুখে পড়েছে। এ অবস্থা আর কিছুতেই চলতে দেয়া যায় না। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে।


বক্তারা অবিলম্বে সভা সমাবেশের ওপর বিধি নিষেধ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অগণতান্ত্রিক ১১নিদেশনা প্রত্যাহারের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত