লামায় মাতামুহুরী নদীতে বিষ,আটক ৩

Published: 05 Jan 2016   Tuesday   
no

no

লামায় মাতামুহুরী নদীতে বিষ, কারেন্ট জাল ও পাহাড়ি বিষ লতা দিয়ে অবাধে মাছ শিকার চলছে। জেলেরা অবাধে নদী থেকে মাছ শিকার করায় মাতামুহুরী নদীর মাছ শূণ্য হওয়ার পথে।

 

সম্প্রতি মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ করে মৎস্য নিধনের অপরাধে সোমবার বিকাল ৪টায় ৩ জেলেকে কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ। অভিযুক্তরা হল, মোঃ রাশেদ (২৭), মোঃ জাহিদুল (৩২) ও নাজিম উদ্দিন (২৯)। মৎস্য শিকারি ৩জন পাশ্ববর্তী চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নে বাসিন্দা।

 

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ এই চক্রটি মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার আসছে। যথারীতি সোমবার মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করার সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩জনকে আটক করা হয়।

 

বিষ প্রয়োগে মৎস্য সম্পদ নিধন কাজে লিপ্ত থাকার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩-এর গ-এর ধারায় ৩ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ।

 

ঘটনার সত্যতা স্বীকার করে লামা নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ এ প্রতিবেদককে বলেন, বিষ দিয়ে শিকার করা মাছ মানুষের স্বাস্থ্যের জন্য অতিমাত্রায় ক্ষতিকারক। ভবিষ্যতে কেউ যেন বিষ প্রয়োগ করে মাছ শিকার না করে সে জন্য ৩জন মৎস্য শিকারিকে শাস্তি দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত