হাত পায়ের রগ কেটে হত্যা করা ২৫ বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। সোমবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবনিয়া বাউন্তি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার বিকেলে স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে রাঙামাটি মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাদি হয়ে দায়ের করেছে একটি হত্যা মামলা।
মরদেহ উদ্ধার করা কাউখালী থানার এস আই রিদোয়ান জানান, দুই একদিন আগে হত্যা করে নিরাপদ স্থান মনে করে এখানে মরদেহ ফেলে গেছে হত্যাকারীরা। হাত পায়ের রগ কাটা ছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। গায়ের পোষাক দেখে মনে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.