গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে বিএনপি`র সমাবেশ

Published: 05 Jan 2016   Tuesday   

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাঙামাটিতে জেলা বিএনপি সমাবেশ করেছে।

 

পুলিশী বেষ্টনিতে মধ্য দিয়ে জেলা বিএনপির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি`র সভাপতি মোঃ শাহ আলম। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার, বিএনপি`র নেতা কর্নেল(অবঃ) মনিষ দেওয়ান,পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো ও জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম প্রমুখ। এসময়  জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

সমাবেশে বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র  ও মানুষের অধিকার রক্ষা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে প্রস্তুত থাকার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত