চট্টগ্রামে বিজিবি কর্তৃক ১২ লক্ষ টাকার বৈধ আসবাবপত্র লুটপাটের অভিযোগে সংবাদ সন্মেলন

Published: 09 Jan 2016   Saturday   

রাঙামাটি জেলা প্রশাসনের পারমিটের মূল্যে স্থানান্তরকৃত প্রায় ১২ লক্ষ টাকার বৈধ আসবাবপত্র পরিবহনকালে চট্টগ্রামে বিজিবি কৃর্তক লুটপাটের প্রতিবাদে শনিবার সংবাদ সম্মেলন করেছে আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি।

 

নেতৃবৃন্দ, ঘটনার তদন্ত আসবাবপত্র ফেরত ও জড়িতদের অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারের  প্রতি দাবী জানান। অন্যথায়  কঠোর কর্মসূচি  ঘোষনা  দেয়া হবে বলে হুমকি দেন।

 

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দীন পেয়ারু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী মোঃ কামাল উদ্দীন, সহ-সভাপতি আব্দুল করিম বালী ও রাঙামাটি পৌর সভার ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর  মোঃ জামাল উদ্দীন, সংঠনের যুগ্ন সম্পাদক আব্দুল খালেদ  ও অর্থ সম্পাদক  মোঃ আলমগীর।

 

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ বলেন, রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির মাধ্যমে হাজার হাজার শ্রমিক আসবাবপত্র কাজের সাথে জড়িত রয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের বৈধ পারমিট নিয়ে গত ১ ও ৮ জানুয়ারী দুটি আসবাবপত্রবহনকারী দুটি ট্রাক রাঙামাটি থেকে ৭ টি চেক পোস্ট পার হয়ে চট্টগ্রামে খুলশী চক্ষু হাসপাতাল এলাকায় গেলে বিজিবি অবৈধভাবে গাড়ী চেক করে। এসময় বিজিবি ক্যাম্পে আসবাপত্র গাড়ী নিয়ে গিয়ে আসবাবপত্র লুঠপাট করে। লুঠপাট হওয়ার এসব আসবাবপত্রের  বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এসময় গাড়ীর চালককে মারধর ও হয়রানীর অভিযোগ করেন তারা।

 

নেতৃবৃন্দ  এ ঘটনার প্রতিবাদে আগামী সোমবার মানববন্ধন কর্মসূচি  ও   জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদানের  ঘোষনা  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত