খাগড়াছড়িতে দেড় শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ

Published: 09 Jan 2016   Saturday   

শনিবার খাগড়াছড়িতে দেড় শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

 

জেলা ঠিকাদার কল্যাণ সমিতির হলরুমে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র রফিকুল আলম।

 

খাগড়াছড়ি চেম্বারের পরিচালক সুদর্শন দত্ত’র সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি চেম্বারের অন্যতম পরিচালক এস. এম. শফি, মো: দিদারুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী এবং জেলা খাদ্যশষ্য ব্যবসায়ী সমিতির সা: সম্পাদক আবুল কালাম বাবুল। অনুষ্ঠান শেষে অতিথিরা দেড় শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো: রফিকুল আলম বলেছেন, ধনী-দরিদ্রের বৈষম্যহীন শহর গড়তে বিত্তবানদের সামাজিক দায়বদ্ধতা প্রয়োজন। কারণ একটি শহরের পিছিয়েপড়া অংশকে সমাজের এবং নাগরিক সেবার মূল স্রোতধারায় আনতে না পারলে পরিকল্পিত শহর গড়ার উদ্যোগগুলো শতভাগ কার্যকর নাও হতে পারে।


তিনি, খাগড়াছড়ির মতো পিছিয়ে পড়া জেলাবাসীর জন্য কম্বল বিতরণের সুবন্দোবস্ত করায় এফবিসিসিআই’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

চেম্বারের পরিচালক মো: দিদারুল আলম জানান, ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড এন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও বিভিন্ন এতিমখানা, অনাথাশ্রম এবং শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত