পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আগামী ১৪ জানুয়ারী ৪০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে রোববার রাঙামাটিতে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ।
এসময় উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন মোঃ নুরুল আলম চৌধুরী, সদস্য পরিকল্পনা প্রীতি কান্তি ত্রিপুরা, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক মোঃ জানে আলমসহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সন্মেলনে বলা হয়, আগামী ১৪ জানুয়ারী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে রাঙামাটিতে মাউন্টেন্ড বাইক প্রতিযোগিতা, র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে।
এসব অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসিনুল হক ইনু এমপি, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা উপস্থিত থাকবেন।
সংবাদ সন্মেলনে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার পর থেকে অবহেলিত পার্বত্য জনগোষ্ঠীর উন্নয়নে গত ৪০ বছরে তিন পার্বত্য জেলায় ১২শ কোটি টাকার ৪হাজার ৮১৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবাস্তবায়ন এবং ২৩ হাজার ৮৩৫ একর জমিতে ফলমূল বাগান ও ১৩ হাজার ২শ একর জমিতে রাবার বাগান সৃজন করা হয়েছে।
সংবাদ সন্মেলন আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে প্রথমবারের মত মাউন্টেন্ড বাইক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কাপ্তাই সুইডেন পলিটেনিক্যাল ইনষ্টিটিউট থেকে আসামবস্তি হয়ে উন্নয়ন বোর্ড-এর প্রধান কার্যালয় পর্ষন্ত দীর্ঘ ১৮ কিলোমিটার দুরত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার প্রথম পুরুস্কার ৫০ হাজার টাকা নগদ দেয়া হবে। নিজস্ব মাউন্টেন্ড বাইক থাকলে যে কেউই রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময়সীমা ধরা হয়েছে ১২ জানুয়ারী পর্ষন্ত। এ প্রতিযোগিতায় সহযোগিতা করছে বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.