চিৎমরম ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Published: 10 Jan 2016   Sunday   

কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়।

 

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিলন বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: ফজলুল কাদের মানিক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক মো: একরামুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন, চিৎমরম ইউনিয়ন আ’লীগ সভাপতি নেথোয়াই মারমা, সাধারণ সম্পাদক মিলন কান্তি বিশ^াস। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ক্যজলা মারমা, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাঈনুল ইসলাম সুমন, ইমরান হোসেন ইমু, মাঈনুদ্দিন, মো: সোহেল, মো: হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সচিব মো: ইব্রাহিম খলিল।

 

প্রধান অতিথির বক্তব্যে থোয়াইচিং মারমা বলেন, বর্তমান সরকারের কল্যানে আজ গহীন পার্বত্য এলাকার মানুষও ঘরে বসে ডিজিটাল সুবিধা পাচ্ছে। তিনি আরও বলেন, পার্বত্য শান্তি চুক্তির পরও পার্বত্য এলাকায় মোবাইল নেটওয়ার্ক ছিল না। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার কারণেই আজ পার্বত্য এলাকার আনাচে কানাচে মোবাইল নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে দূর্গম পাহাড়ের মানুষরা শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করছে।

 

সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মো: ইব্রাহিম খলিলকে সভাপতি ও মংসিউ মারমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত