কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পিতা আচাইপ্রু মারমা পরলোকে

Published: 11 Jan 2016   Monday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমার পিতা আচাইপ্রু মারমা (৭৭) রোববার রাতে চিৎমরমের নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন।

 

দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রতিমস্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেত চাকমা, জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমাসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন এবং কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। বুধবার দুপুরে মৃতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে চিৎমরমে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত