১৮ জানুয়ারী ঘুনধুম থেকে দুদুকছড়া পর্ষন্ত মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষনা

Published: 11 Jan 2016   Monday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত ও পূর্নাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলের অাদিবাসীদের জন্য ভূমি কমিশনের দাবীতে আগামী ১৮ জানুয়ারী বান্দরবানের লাইক্ষ্যংছড়ির ঘুনধুম থেকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুধুকছড়া পর্ষন্ত দীর্ঘতম মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষনা করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি  গৌতম  দেওয়ানের পাঠানো এক বার্তায় বলা হয়,পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত ও পূর্নাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলের অাদিবাসীদের জন্য ভূমি কমিশনের দাবীতে আগামী ১৮ জানুয়ারী বান্দরবানের লাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম থেকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুদুকছড়া পর্ষন্ত দীর্ঘতম মানববন্ধন  কর্মসূচি পালিত হবে। ওই দিন সকাল ১০টা  থেকে ১১ পর্ষন্ত এ মানবন্ধন কর্মসূচি চলবে। রাঙামাটিতে মানবন্ধনটি  জেলা প্রশাসন কার্যালয়  চত্বর  থেকে শুরু হয়ে  মানিকছড়ির সাথে  যুক্ত হবে।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক সমাজের অংশ গ্রহনে গত বছর ১৭ সেপ্টেম্বর রাঙামাটিতে  দিন ব্যাপী প্রতীক অনশন কর্মসূচি পালিত হয়। ওই সময় পার্বত্য চট্টগ্রামের নাগরিক সমাজ পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্ষন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত