রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী বলেছেন, পৌরসভা নির্বাচনে রাঙামাটির পৌরবাসী তাকে ভোট দিয়ে জনসেবার যে দায়িত্ব অর্পণ করেছেন তা তিনি গুরুত্বসহকারে ও জনগনের কল্যাণেই সবসময় দায়িত্ব পালনে চেষ্টা করে যাবেন। তিনি বলেন,এলাকার শান্তি,উন্নয়ন ও সহযোগীতার মনোভাব নিয়ে গরীব দুঃখী মানুষের সেবা করে যাবেন।
মঙ্গলবার রাঙামাটিতে গরীব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ এবং অসহায় শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি সিনিয়র মাদ্রাসা কক্ষে ফ্রেন্ড এন্ড ফ্রেন্ডস সোসাইটি ও মার্কেন্টাইল ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলী, রাঙামাটি মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জোবায়ের,সংগঠনের সিনিয়র সদস্য মোঃ ফিরোজ আল মাহমুদ সোহেল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি সিনিয়র মাদ্রাসা কক্ষে ফ্রেন্ড এন্ড ফ্রেন্ডস সোসাইটির সাধারন সম্পাদক বিপ্লব।
আলোচন সভা শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল ও অসহায় শিক্ষার্থীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে অনুদান বিতরণ করা হয়।
নবনির্বাচিত মেয়র আরও বলেন, সরকারের পাশাপাশি সম্মিলিতভাবে এগিয়ে আসলে সমাজের অনেক সমস্যা সমাধান সম্ভব। সমাজে যার যার অবস্থানে থেকে দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাড়ালে সমাজের বিভিন্ন সংকট অনেকাংশে কমে আসবে।
তিনি বলেন, আমাদের দেশ গরীব দেশ, এদেশের সমস্যা অনেক কিন্তু সম্পদ কম। এর মধ্যে সরকার যতটুকু সম্ভব দেশের অসহায় ও গরীব মানুষের কল্যাণে তাদের পাশে এসে দাড়ানোর চেষ্টা করছে। সরকারের একার পক্ষে সকল মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়।
তিনি সরকারের পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও সংস্থা সম্মিলিতভাবে দুস্থ ও অসহায় মানুষকে সহায়তার মনমানসিকতা নিয়েএগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.