রাঙামাটিতে সপ্তাহব্যাপী অফিস ব্যবস্থাপনা ও আইটি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

Published: 12 Jan 2016   Tuesday   

রাঙামাটিতে সপ্তাহব্যাপী অফিস ব্যবস্থাপনা ও আইটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সমাপ্ত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্যজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবদুল মনসুর চৌধুরী’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিষদের বিভিন্ন পদের ২৫জন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীদের এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, প্রশিক্ষনে অর্জিত অভিজ্ঞতা গুলোকে প্রতিষ্ঠান ও জনগনের উন্নয়নের কাজে লাগাতে হবে। আমরা এ প্রতিষ্ঠানে যে যেই দায়িত্বেই থাকিনা কেন সবাই একই পরিবারের সদস্য মনে করে কাজ করতে হবে এবং যতদিন আছি নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।

 

তিনি  সপ্তাহব্যাপী প্রশিক্ষনের সফলতা কামনা করে বলেন, অফিস ব্যবস্থাপনাকে আরো বেগবান করতে আগামীতে আরোএ ধরনের প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

উল্লেখ্য, কার্যালয়ের দাপ্তরিক কর্মকান্ডকে স্বল্প সময়ে সম্পন্ন করতে এবং মাইক্রোসর্ফট অফিস, ইন্টারনেট ও ই-মেইল এর ব্যবহার সহ দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কৌশল এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত