পাহাড়ী ভাতা ৩০ শতাংশ প্রদানের দাবীতে রাঙামাটিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

Published: 12 Jan 2016   Tuesday   

পাহাড়ী ভাতা শতকরা ৩০ শতাংশ প্রদানের দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখা।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ নাদিরুজাম্মান, সাধারন সম্পাদক মোঃ মাবুদুল হক সহ-সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার,বন বিভাগের সহ-সভাপতি মমিনুল ইসলাম, এফডব্লিউভিটিআই এর সহ-সভাপতি রহুল কুদ্দুস আকন্দ, নানিয়ারচর উপজেলার সভাপতি মোঃ ইউছুফ নবী,সিরাজুল হক ও আবদুল করিমসহ প্রমূখ । সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

 

সমাবেশে পূর্বের ন্যায় শতকরা ৩০ শতাংশ এবং কমপক্ষে সমহারে ৫০০০-১০০০০ টাকা পাহাড়ী ভাতা দাবী জানিয়ে নেতৃবৃন্দ বলেন,সরকার কর্তৃক অষ্টম জাতীয় কমিশন ঘোষনা করায় পার্বত্য এলাকায় সর্বস্তরের সরকারী কর্মচারীরা আনন্দিত ও সরকারের কাছে কৃতজ্ঞতা। 

 

তবে বেতনেরে সর্বত্র কম বেশী সকল সূচক বৃদ্ধি করলেও পার্বত্য এলাকার কর্মচারীদের পাহাড়ী ভাতা শতকরা ৩০ শতাংশ থেকে কমিয়ে শতকরা ২০ শতাংশ করা হয়েছে। এতে পার্বত্য এলাকার কর্মচারীরা অত্যন্ত আশাহত ও মর্মাহত হয়েছে ।

 

নেতৃবৃন্দ বর্তমানে প্রদেয় পাহাড়ী ভাতা জেলায় কম, উপজেলাতে বেশী প্রদান করা হয় এ রীতি সংশোধনের দাবী জানিয়ে পার্বত্য জেলা গুলোতে সকল কর্মচারীদের পূর্বের ন্যায় শতকরা ৩০ শতাংশ হারে এবং সকলকে ৫০০০-১০,০০০ টাকা পাহাড়ী ভাতা প্রদানের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত