পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাঙামাটিতে আসছেন তথ্য মন্ত্রনালয়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তথ্যমন্ত্রী হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ আর আর এভিয়েশনের হেলিকপ্টারযোগে রাঙামাটির উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন। সকাল সৌয়া ১১টার দিকে তথ্যমন্ত্রী রাঙামাটি সার্কিট হাউসস্থ হেলিপ্যাডে অবতরণ করার কথা রয়েছে।
এরপর সকাল সাড়ে ১১টায় তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে তথ্যমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে রাঙামাটি সার্কিট হাউসস্থ হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেবেন।
এদিকে একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করতে প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য চট্টগ্রাম সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি রাঙামাটিতে আসছেন।
এছাড়া উন্নয়ন বোর্ডের এ বর্নাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।
বোর্ডের দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ৯টায় বর্নাঢ্য র্যালী, মাউন্টেন বাইক প্রতিযোগিতা আলোচনা সভা, বিকালে আতজবাজি ও ফানুজ উড্ডয়ন এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.