রাঙামাটিতে আসবাবপত্র ব্যবসায়ীদের মানববন্ধন ও সমাবেশ

Published: 14 Jan 2016   Thursday   

চট্টগ্রামের বিজিবি কর্তৃক রাঙামাটি থেকে পারাপারের সময় ১১লক্ষ টাকার বৈধ আসবাবপত্র লুট ও ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন করেছে আসবাবপত্র ব্যবসায়ী ও শ্রমিকরা।

 

বক্তারা অবিলম্বে লুটকৃত মালামাল ফেরত ও এর সাথে জড়িত বিজিবি কর্মকর্তার বিচারের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসুচির হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

 

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে  ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে অন্যান্যর বক্তব্য রাখেন আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পেয়ারু, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন, শ্রমিক নেতা রবিউল আলম ও ওমর ফারুক।  মানববন্ধনে কয়েক হাজার আসবাবপত্র ব্যবসায়ী ও শ্রমিক অংশ গ্রহণ করে। 

 

এর আগে  পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হয়।

 

উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে রাঙামাটি থেকে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে বিভিন্ন আসবাবপত্রবাহী দুটি ট্রাকে চট্টগ্রামের খুলশি বিজিব সেক্টরের একজন কর্মকর্তা গাড়ি আটকিয়ে তল্লাসির নামে আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন আসবাবপত্র ব্যবসায়ীরা

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত