নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ জাদি মন্দিরে হামলা ও মূর্তি ভাংচুরের ঘটনায় প্রতিবাদ,শাস্তির দাবি

Published: 14 Jan 2016   Thursday   

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে বাইশারি ইউনিনের উত্তর চাক পাড়া  বৌদ্ধ জাদি মন্দিরে হামলা ও মূর্তি ভাংচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও দোষী সদ্য ধর্মান্তরিত দুই খ্রিষ্টান যুবকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতি।

 

পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতির সভাপতি ও উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ  উ চাইন্দাওয়ারা মহাথেরো‘র স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ৮ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের মধ্যম চাক পাড়ার বাসিন্দা  অংথুই চাকের পুত্র অংচাই চাক (১৫) ও একই গ্রামের বাসিন্দা খিজারী চাকের পুত্র চক্রাঅং চাক (১৬) নামে সদ্য ধর্মান্তরিত দুই খ্রিষ্টান যুবক বৌদ্ধ জাদি মন্দিরে হামলা চালিয়ে বৌদ্ধ মূর্তি ভাংচুর ও  বেদী থেকে অনেকগুলো মূর্তি এলোপাঠারিভাবে ফেলে দেয়া হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দোষী  দুই খ্রিষ্টান যুবককে জামিনে মুক্তি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনে বৌদ্ধ ধর্মীয় স্থাপনায় হামলা ও মূর্তি ভাংচুরের মত নরকীয় কাজ কেউ যেন করতে না পারে তার জন্য উষ্কানিদাতাকে চিহ্নিত করে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের  হামলাকারী যুবকদের গ্রেপ্তারের মাধ্যমে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত