সোমবার পার্বত্য চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়ন ও সমতল অঞ্চলে আদিবাসীদের ভূমি কমিশনের দাবীতে বান্দরবানের ঘুনধুম থেকে খাগড়াছড়ির দুদুকছড়া পর্ষন্ত ৩০০ কিলোমিটার দেশের দীর্ঘতম গণ মানববন্ধন পালিত হচ্ছে।
ইতোমধ্যে এ মানববন্ধন সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজক কমিটির সূত্রে জানা গেছে।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, বাংলাদেশ আদিবাসী ফোরাম (পার্বত্য চট্টগ্রাম শাখা) ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক যৌথভাবে এ আয়োজন করেছে।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, সোমবার ১০টা থেকে ১১টা পর্ষন্ত এ গণমানবন্ধন কর্মসূচি পালিত হবে। ৩০০ কিলোমিটার দীর্ঘতম গণ মানববন্ধন শুরু হবে বান্দরবানের ঘুনধুম-নাইক্ষ্যংছড়ি-বাইশারী-গয়ালমারা-লাইমঝিরি (লামা)-গজালিয়া-১৬ মাইল (চিম্বুক) বান্দরবান সদর-বালাঘাটা-ডুলুপাড়া-আমতলী।
রাঙামাটির জেলার বাঙ্গালহালিয়া-বরইছড়ি-কাপ্তাই-ঘাগড়া-রাঙামাটি সদর-মানিকছড়ি-ঘিলাছড়ি-সাবেক্ষ্যং ইউপি।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি ইউপি-মাচ্ছ্যছড়া-বিজিতলা-খাগড়াছড়ি সদর-পেরাছড়া-ভাইবোনছড়া-লতিবান-পানছড়ি সদর-পুজগাং-দুদুক ছড়া পর্ষন্ত এ গণমানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এছাড়া একই দাবী ও সময়ে সমতল জেলার মধ্যে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, জয়পুরহাট, গাইবান্ধা, ঠাকুরগাও, নওগাঁ, রংপুর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষিরা, মধুপুর, সিলেট, সুনামগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, কুলাউড়া, দুর্গাপুর, মৌলবীবাজার, কক্সবাজার, চট্টগ্রাম, সাভার, বগুড়া, বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.