খাগড়াছড়িতে গণ-মানববন্ধন কর্মসূচিতে বাধা ও বেধড়ক মারধরে ৯ জন আহতের অভিযোগ

Published: 18 Jan 2016   Monday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য ভূমি কমিশনের দাবিতে সোমবার আহুত গণ-মানববন্ধনে কর্মসূচিতে খাগড়াছড়িতে বাধা প্রদান ও বেধড়ক মারধরে ৯ জন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি  গৌতম দেওয়ানের স্বাক্ষরিত এক  প্রেস বার্তায় তিনি এ অভিযোগ করেন।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য ভূমি কমিশনের দাবিতে গণ-মানববন্ধন কর্মসূচি পালনের জন্য খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসন  অনুমোদন চাওয়া হলেও দেওয়া হয়নি।  ফলে প্রশাসন খাগড়াছড়ি সদরে মানববন্ধন আয়োজনে বাধা প্রদান করে এবং মানববন্ধনে আসা লোকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া মহালছড়ি উপজেলাধীন মাইসছড়ি ইউনিয়ন ও মহালছড়ি সদরে বাধা প্রদান করে। 

 

প্রেস বার্তায় আরও দাবী করা হয়, আইন-শৃংখলা বাহিনী মহালছড়ি উপজেলার মাইসছড়ির ম্যাজিস্ট্রেট পাড়া ও নুনছড়ি পাড়ার মানববন্ধনে আসা লোকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধড়ক মারধর করে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এতে ৯ জন আহত হয় এবং একজনকে ধরে নিয়ে থানায় কিছুক্ষণ আটকে রাখা হয়। আহতরা হলেন, অংসিং মারমা (২৩), রামরা সু মারমা (২৭), কংসাই মারমা (৩০), উজাই মারমা (২২), অংজ মারমা (২৮), রামরা ফ্রাঁই মারমা (২৭), অংথোয়াই মারমা (২৪), কিংসা মারমা (২৩), উচিংহ্লা মারমা (২১)।  মহালছড়ি সদরেও পুলিশ কর্তৃক ব্যানার ও ফেস্টুন কেড়ে নেওয়া হয়।

 

প্রেস বার্তায় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর এ ধরণের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচীতে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী কর্তৃক বাধা প্রদান ও মানববন্ধনে আসা লোকজনের উপর নির্যাতন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত