রাঙামাটিতে সিরিজ বোমা হামলায় ৫ জেএমবি সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড

Published: 18 Jan 2016   Monday   

২০৫ সালের ১৭ আগষ্ট রাঙামাটিতে সিরিজ বোমা হামলায়  জেএমবি’র ৬ আসামীর মধ্যে ৫ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন রাঙামাটির জেলা জজ আদালত। আসামীদের ১ জনকে খালাস দেয়া হয়েছে।

 

আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হকের আদালতে আসামীদের কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে দিয়ে  আসামীদের আদালতে হাজির করা হয়। পরে  বিজ্ঞ আদালত আটক জেএমবি সদস্য ৬ আসামীর মধ্যে ৫ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড এবং তিন হাজার জরিমানা ও আনাদায়ে তিন মাস কারাদন্ড প্রদান করেন।

 

দন্ডপ্রাপ্ত হলেন, উবায়দুর রহমান ওরফে খায়ের(২২) রাঙামাটি বরকল, মোঃ আরিফুল ইসলাম(২২) রাজবাট দিনাজপুর, মোঃ আয়ুব আলী(২২) সীতাকুন্ড চট্টগ্রাম,আব্দুল হাফিজ(২০) জলঢাকা নীলফামারী ও জাবেদ ইকবাল(২২) খরুসকুল কক্সবাজার।  এছাড়া অপর এক আসামী মোঃ রুহল আমিন(৩৫)-এর বিরুদ্ধে  তদন্ত, স্বাক্ষ্য প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

 

কোর্ট পরিদশক মোঃ মোমিনুল ইসলাম জানান, তদন্তে ও সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেছেন। এর মধ্যে ৫ জনকে প্রত্যেককে ১০ বছর করে কারাদন্ড  দিয়েছেন বিজ্ঞ আদালত। এছাড়া মোঃ রুহল আমিন(৩৫) আসামীর বিরুদ্ধে  স্বাক্ষী প্রমাণ না পাওয়ায় তাকে খালাস  দিয়েছেন আদালত। 

 

উল্লেখ্য,২০৫ সালের ১৭ আগষ্ট আসামীরা রাঙামাটি শহরের বনরুপা, প্রেস ক্লাব চত্বর, রিজার্ভ বাজার চৌমুহনী, বনরুপা এলাকায় সিরিজ বোমা হামলা চালায়। এতে কেইউ নিহত না হলেও এক শিশু আহত হয়েছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত