পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন ও সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমি কমিশন গঠনের দাবীতে সোমবার বরকলে গন-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওর্য়াক,হেডম্যান এসোসিয়েশন,আদিবাসী ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির যৌথ উদ্যোগে বরকল উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে ঘন্টা ব্যাপী গণ- মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি হেডম্যান মিলন শংকর চাকমা।
বক্তব্যে রাখেন উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সহ- সাধারণ সম্পাদক হেডম্যান নিলাময় চাকমা,পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওর্য়াক সদস্য দীপেন দেওয়ান (টিটু) উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাত রঞ্জন চাকমা ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা সুশীল সমাজের প্রতিনিধি অপূর্ব মিত্র চাকমা উপজেলা কার্বারী কল্যাণ সমিতির সভাপতি নন্দ বিকাশ চাকমা কার্বারী নলেনী কুমার চাকমা ও হেডম্যান লালতন পাংখোয়া।
গণ-মানববন্ধনে হেডম্যান,কার্বারী,চেয়ারম্যান,মেম্বার, উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সহ কয়েক শতাধিক এলাকার জনসাধারণ যোগদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি এ অঞ্চলের মানুষের মুক্তির সনদ। বেচেঁ থাকার একমাত্র অবলম্বন। কিন্তু দীর্ঘ ১৮ বছরেও সরকার চুক্তির মৌলিক বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়ন না করে পার্বত্যঞ্চলের মানুষের সাথে প্রতারণা করছে। অবিলম্বে এ প্রতারণা বন্ধ করে চুক্তি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্যঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করুন। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.