রাঙামাটিতে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

Published: 18 Jan 2016   Monday   

রাঙামাটি শহরের পুলিশ লাইনস্থ সুখীনীলগঞ্জ এলাকায় সোমবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

জানা গেছে, সোমবার বেলা ২টার দিকে শহরের সুখী নীলগঞ্জ এলাকার একটি পাহাড়ি ঘোনায় কাপ্তাই লেকে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেয়ার পর লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল বলেন, ওই এলাকায় কাপ্তাই লেকের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

 

তিনি আরও বলেন, লাশটি জ্যাকেট ও প্যান্ট পড়া অবস্থায় উদ্ধার করা হয়। তার মাথার পেছন দিকে একটি বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাত করে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে তাকে। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত