পার্বত্য চুক্তি যথাযত,দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবীতে এবং সমতল অঞ্চলের আদিবাসিদের ভূমি কমিশন গঠনের দাবিতে সোমবার বান্দরবানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, হেডম্যান নেটওয়ার্ক ও আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার উদ্যোগে বান্দরবানের প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয় ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির বান্দরবান জেলা শাখার আহবায়ক জুমলিয়ম আমলাই বম, বিশিষ্ট সমাজকর্মী জিরকুং শাহু, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াই চিং মারমা, নাইক্ষংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবা মং মারমা, নারী নেত্রী ডনাই প্রু নেলী প্রমূখ।
অপরদিকে, বান্দরবানের অন্যনান্য ৭টি উপজেলায় এ গণ-মানব বন্ধন কর্মসুচী পালিত হয়েছে বলে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.