পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে লামায় ৫০ কিলোমিটার সড়কে গণ-মানববন্ধন

Published: 18 Jan 2016   Monday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে  সোমবার লামায় গণ-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা বাজার থেকে সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেষ্টুন ও প্লে­কার্ডসহ কয়েক হাজার সর্বস্তরের  নারী-পুরুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহন করেন।

 

গণ-মানববন্ধন কর্মসূচি পরিচালনা কমিটি’র লামা উপজেলার সাধারণ সম্পাদক চংপাত ¤্রাে জানান, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ, দ্রুত ও পুর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য ভুমি কমিশন গঠনের দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ সীমান্তের ঘুনধুম থেকে উত্তর সীমান্তের দুদুকছড়া পর্যন্ত বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার উপজেলা ও ইউনিয়নের ৩০০ কিলোমিটার ব্যাপী এ মানববন্ধন কর্মসুচির অংশ হিসেবে এই মানববন্ধন পালন করা হয়েছে।

 

তিনি আরও জানান, সরকার অণতিবিলম্বে তাদের দাবি মেনে না নিলে আরও বৃহত্তর কর্মসূচী ডাক দেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত