বিলাইছড়িতে গণ-মানববন্ধন কর্মসূচি পালিত

Published: 18 Jan 2016   Monday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে পৃথক ভূমি কমিশন গঠনের  দাবিতে সোমবার জুরাছড়িতে গণ-মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার উদ্যোগে বিলাইছড়ি লঞ্চঘাট থেকে শুরু করে উপজেলার প্রধান সড়ক হয়ে দীঘলছড়ির ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটার  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। 

 

গণ-মানববন্ধন  চলাকালে থানা সংলগ্ন বিলাইছড়ি বাজার প্রাঙ্গনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা।

 

৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তেজেন্দ্রলাল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে ও সচেতন নাগরিক দীপায়ন দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাঙামাটি  আসনের নির্বাচিত সাংসদের উপজেলা প্রতিনিধি শিপু চাকমা, বিলাইছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি চন্দ্রলাল চাকমা (রাহুল), ১২৭নং কেরনছড়ি মৌজা হেডম্যান প্রতিনিধি সুনিক জ্যোতি তালুকদার, কার্বারী প্রতিনিধি মল্লিকা চাকমা প্রমুখ।

 

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে বে-আইনীভাবে পর্যটন গড়ে তোলা বন্ধ রাখা, রাঙামাটি মেডিকেল কলেজ এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখা,সমতলের সংখ্যালঘুদের জন্য ভূমি কমিশন গঠনের দাবি জানান। 

 

বক্তারা  যতদিন পর্যন্ত চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে আন্দোলন, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত