পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জুরাছড়িতে গণ-মানববন্ধন

Published: 18 Jan 2016   Monday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে পৃথক ভূমি কমিশন গঠনের  দাবিতে সোমবার জুরাছড়িতে গণ-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

 

জুরাছড়ি হেডম্যান এসোসিয়েশন ও কার্ব্বারী এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনটি উপজেলা ডাকঘর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকা পর্ষন্ত ৮শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধন চলাকালে বক্তব্যে রাখেন , উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, হেডম্যান সাধনা নন্দ দেওয়ান, পার্বত্য আদিবাসী ফোরাম জুরাছড়ির সাধারণ সম্পাদক সুরেশ কুমার চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, জনসংহতি সমিতির জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক নগেন্দ্র চাকমা প্রমূখ। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান-ওয়ার্ড মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা।

 

মানববন্ধনে সাতক্ষীরা সেম নগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সাতক্ষীরার দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক মোঃ আশেক-ই-এলাহী  দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন।

 

বক্তারা বলেন, পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে সরকার কালেক্ষেপন করছে। চুক্তি মূলধারা যথাযথ বাস্তবায়ন না করে পার্বত্য এলাকায় পযটন শিল্প স্থাপনের নামে আদিবাসীদের ভূমি আগ্রাসন করা হচ্ছে।

 

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায়  পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই। চুক্তির ১৮ বছরের অধিক সময় অতিবাহিত হলেও সরকার চুক্তি মূলধারা গুলো যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ী জনপদ আবার অশান্ত হতে চলেছে। আর এ অশান্তে ভয়াবহ রূপে পরিনত হলে সকল দায় সরকারকে নিতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত