লামায় বিষপানে পৃথক ঘটনায় গৃহিনীর মৃত্যু ও কিশোরীর আত্মহত্যার চেষ্টা

Published: 20 Jan 2016   Wednesday   

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পাড়ায় বিষপানে কাঞ্চন বিবি(৪০) নামের এক গৃহিনী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজবাড়িতে বিষপান করলে রাতে লামা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

পুলিশ ও পুলিশ হাসপাতাল সূত্রে জানা যায়, বিষপানে মারা যাওয়া গৃহবধূর স্বামী দিনমজুর আবু তাহের কাজ শেষে  মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে এসে ঘরে বিষপানরত অবস্থায় স্ত্রীকে দেখতে  পেয়ে  লামা হাসপাতালে ভর্তির করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করেছে  বলে প্রাথমিকভাবে ধারনা।

 

অপরদিকে একই সময় লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চাম্পাতলী এলাকার নূর আলমের কন্যা রেশমী(১৫) বিষপানে আত্মহত্যা চেষ্টা করলে তাকে প্রথমে লামা হাসপাতালে পরে কক্সবাজার মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত