শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)’র আগামী ৩০ জানুয়ারী চতূর্থ পরিনির্বাণ দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে এক সমন্বয় সভার আয়োজন করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
এ সময় জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, রাঙ্গামাটির রাজ বনবিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি দীপক খীসা, নির্বাহী সদস্য রনেন্দ্র চাকমা রিন্টু’সহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ বিতরণ, পৌরসভা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।
সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর পরিনির্বাণ প্রাপ্ত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)র চতূর্থ পরিনির্বাণ দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রাজ বন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করা হয়।
শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) চতূর্থ পরিনির্বাণ যথাযোগ্য মর্যাদার সাথে সম্পন্ন করার লক্ষ্যে এবং আগত পূণ্যার্থীদের সুবিধার্থে আইন শৃঙ্খলা বাহিনীর সড়ক ও নৌ পথের বিভিন্ন পয়েন্টে প্রয়োজন অনুযায়ী টহল ব্যবস্থা গ্রহণ, যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাফিক মোতায়েন, সমগ্র এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য বিভাগকে মেডিকেল টিম ও এম্বুলেন্স প্রস্তুত রাখা, সুষ্ঠুভাবে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে বিদ্যুৎ বিতরণ বিভাগ, পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, সেনিটারি লেট্রিনসমূহের দ্বারা দূষণ প্রতিরোধের বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও অন্যান্য উপস্থিত সংশ্লিষ্ট সকল বিভাগের প্রধানসহ বিহার পরিচালনা কমিটিকে সহযোগিতা প্রদানের জন্য চেয়ারম্যান অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.