শীতার্থ মানুষের পাশে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

Published: 21 Jan 2016   Thursday   

বরকল উপজেলার সুবলং বাজারে গরীব ও শীতার্থ মানুষদের মাঝে বৃহস্পতিবার কম্বল বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

পরিষদের পক্ষে শীতার্থ ও দরিদ্র জনগোষ্ঠীর হাতে কম্বল তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ বরকল উপজেলার ১নং সুবলং ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি সুশান্তময় চাকমা, কৃষি বিষয়ক সম্পাদক হৃদয় রঞ্জন চাকমা,  সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, বরকল উপজেলা শাখার আওয়ামী লীগ সদস্য বিদুর বড়–য়া’সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

কম্বল বিতরণকালে বক্তরা বলেন, জেলা পরিষদের পাশাপাশি সমাজের প্রতিটি বিত্তবানরা যদি অন্তত একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তাহলে হতদরিদ্্র গরীব মানুষরা কষ্ট পাবে না। দানশীল মনোভাব নিয়ে সমাজের প্রতিটি বিত্তবানরা যদি উন্নয়ন প্রতিষ্ঠানের পাশাপাশি নিজেদের উদ্যোগে শীতার্থ মানুষের পাশে দাঁড়ায় তাহলে হতদরিদ্র ও শীতার্থ মানুষরা শীত থেকে রেহাই পাবে। সমাজের বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী সবসময় গরীবদের পাশে দাড়াঁনোর আহ্বান জানান বক্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত