শনিবার দেশে প্রথম আর্ন্তজাতিক স্কাই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হচ্ছে বান্দরবানে

Published: 22 Jan 2016   Friday   

শনিবার শুরু হচ্ছে বান্দরবানে আর্ন্তজাতিক স্কাই ম্যারাথন প্রতিযোগিতা। এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার যৌথভাবে বাংলাদেশে এ প্রতিযোগিতা প্রথমবারের মতো অনুষ্ঠিত হশে যাচ্ছে।

 

শুক্রবার শহরের ফিষ্ট রেস্টুরেন্টে মিদ দি প্রেস অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

 

মিদ দি প্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মনিরুল ইসলাম মনু। এসময়  উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী ও এভারেস্ট একাডেমি পরিচালক মুসা ইব্রাহীম, নেপালের এভারেস্ট  বিজয়ী লাল বাহাদুর, মিনিস্টার ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মো:কিবরিয়া,  ফিফা রেফারী মোজাম্মেল হোসেন, এসএলসি ব্র্যান্ড এ্যম্বাসেডর নূষা মির্জা, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।

 

মিদ দি প্রেস অনুষ্ঠানে আয়োজক কমিটি জানায়, শনিবার সকাল ৮টায় বান্দরবানের রুমা সড়কের ওয়াই জংশনের রামরি পাড়া থেকে এ স্কাই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হবে। ২১ দশমিক ১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা শহরের রাজার মাঠে এসে ম্যারাথন শেষ হবে।  এ প্রতিযোগিতায় নেদারলেন্ড,আপগানিস্তান,মেয়ানমার,নেপালসহ বিশ্বের কয়েকটি দেশের রানাররা অংশ গ্রহন করবেন।

 

ম্যারাথন শেষে বিকেল ৪টায় বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট কেন্দ্রে পুরস্কার বিতরণী, পিঠা উৎসব, আতশ বাজি প্রজ্জ্বলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার। ম্যারাথন উদ্বোধন করবেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান পিএসসি।

 

মিদ দি প্রেস অনুষ্ঠানে বলা হয়, এ ম্যারাথন প্রতিযোগিতায় ১ম পুরুস্কার নগদ ৩০ হাজার টাকা,২য় পুরুস্কার ২০ হাজার টাকা এবং ৩য় পুরুস্কার হচ্ছে নগদ ১৫ হাজার টাকা ধরা হয়েছে।  এছাড়া অংশ গ্রহনকারীদেরকে  পদক  প্রদান করা হবে। অংশগ্রহন কারীদের মধ্যে নারী রানারও থাকবেন। এতে সর্বমোট ১২০ জন রানার প্রতিযোগী অংশ গ্রহন করবেন।

 

এভারেস্ট একাডেমির পরিচালক ও এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম জানান, এরই মধ্যে বাংলাদেশের ৯টি স্থানে মিনি স্কাই ম্যারথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ম্যারাথন প্রতিযোগিতা ব্যাপক সাড়া পেয়েছি। শেষ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বান্দরবানে।

 

তিনি আরো বলেন, আমরা বান্দরবানের সৌন্দর্য্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এ আয়োজন। প্রতিবছরই ধারাবাহিকভাবে বান্দরবানেই এ স্কাই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠান অব্যাহত রাখা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত