বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে ১০ পর্যটক আহত

Published: 22 Jan 2016   Friday   

শুক্রবার নীলগিরি থেকে বান্দরবান শহরের আসার পথে চিম্বুক নামক এলাকায় চাঁদের গাড়ি উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন। তাদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

জানা যায়, শুক্রবার দুপুরের দিকে নীলগিরি থেকে বান্দরবান শহরে আসার পথে চিম্বুক নামক এলাকায় চাঁদের গাড়ীর চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে রনি দে (২৪), শিপন (২৫), জামশেদ (২৫), জাহাঙ্গীর আলম (২৪), মাহফুজুর রহমান (২৬) ইমরান (২৪) পঙ্কজ কুমার নাথ (২৬) মো: এরশাদুল ইসলাম (২৫) জোনায়েদ (২৫) ও রাজিব (২৫) আহত হন।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ী চট্টগ্রামের হাটহাজারী এবং ষোলশহরে।


বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত