রাঙামাটিতে তিন দিন ব্যাপী ডিজিটাল মেলা শনিবার সমাপ্ত হয়েছে।
জেলা প্রশাসন চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। । অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকাররি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মফিজুল ইসলাম,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুয়েল সিকদার,অতিরিক্ত পুলিশ সুপার মো.সহিদ উল্লাহ,রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক কবির হোসেন।
বক্তব্যে রাখেন, টেকভ্যালীর সত্বাধিকারী মো.হালিম শেখ এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামশুজ্জামান বাপ্পি। অনুষ্ঠানে অংশগ্রনকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেলায় স্কুল, কলেজ,জেলা পুলিশ,জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ৩৪টি প্রতিষ্ঠান অংশ নেয়।
জেলা পর্যায়ের সব শ্রেণী ও পেশার মানুষকে নানামুখী ই-সেবায় পরিচিতি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ই-সেবায় উৎসাহিত করার লক্ষ্যে এ তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.