নানা আয়োজনে রোববার পালিত হচ্ছে সাংসদের পিতা স্বর্গীয় হরি কুমার মহাজনের পঞ্চম মৃত্যু বার্ষিকী।
২০১১ সালের এই দিনে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিশিষ্ট সমাজ সেবক দানবীর হরি কুমার মহাজন পরলোক গমন করেন। স্বর্গীয় হরি কুমার মহাজন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র গর্বিত পিতা। স্বর্গীয় হরি কুমার মহাজনের বিদেহী আত্নার শান্তি কামনা করে তার পরিবারের পক্ষ থেকে উপজেলার জামতলীতে রোববার দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। মহোৎসবসহ ধর্মীয় নানা কর্মসূচী পালনের পাশাপাশি রয়েছে ১২ হাজার লোকের সাকান্য ভোজের আয়োজন।
সাকান্য ভোজে জেলা-উপজেলার সামরিক, বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ জাতি ভেদাভেদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোকজনকে আমন্ত্রন জানানো হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে স্নেহাশীষ ত্রিপুরা জানিয়েছেন।
এদিকে আমন্ত্রীত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করতে আয়োজনস্থলকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। মহোৎসবসহ ধর্মীয় অনুষ্ঠানাধী পালনের জন্য নিপুণ কারুকাজ আর দৃষ্টিনন্দন সাজে আয়োজনস্থলে তৈরী করা হয়েছে দু’টি অস্থায়ী মন্দির।
সব কিছু মিলে স্বর্গীয় হরি কুমার মহাজনের পঞ্চম মৃত্যু বার্ষিকীকে ঘিরে আজ এ অঞ্চলের নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিনত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বর্গীয় হরি কুমার মহাজনের অসংখ্য শুভাকাংখি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.