চট্টগ্রাম বিভাগের রাঙামাটিসহ ১৫টি পৌর সভা নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা রোববার শপথ গ্রহন করেছেন।
এদিকে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর নেতৃত্বে পৌর পরিষদ শপথ গ্রহনের পর রাঙামাটিতে পৌছলে তাদরেকে সংবর্ধনা দিয়েছে পৌরবাসী।
জানা যায়, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ১৫টি পৌর সভার নির্বাচিত ১৫ জন মেয়র, ১৩৫ জন সাধারন কাউন্সিলর ও ৪৫ জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরদের রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন। এসময় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দীপক চক্রবর্তীর সঞ্চালনায় শপথগ্রহন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, সৈয়দা সারোয়ার জাহান এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ।
এদিকে শপথ গ্রহণ শেষে রাঙামাটি পৌর সভার নবনির্বাচিত মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী তার পৌর পরিষদকে নিয়ে রাঙামাটি শহরে প্রবেশ করলে মানিকছড়ি এলাকায় পৌছলে দলীয় নেতাকর্মীসহ পৌরবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পৌর পরিষদকে বরণ নিয়ে একটি বিশাল মোটর শোভাযাত্রাসহকারে তাদেরকে রাঙামাটি শহরে নিয়ে আসা হয়।
এরপর পৌর মেয়র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার ও দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর পুষ্পমাল্য অর্পণ করেন। পরে মেয়র দলীয় কার্যালয়ে গেলে তাকে শুভেচ্ছা জানান সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার। এসময় জেলা আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারন জনসাধারনের উপস্থিতি ছিলেন।
নবনির্বাচিত পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটি পৌরসভা হবে দলমত নির্বিশেষে সকলের। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল সম্প্রদায়ের কল্যাণেই তিনি কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, পৌরবাসীর সেবা করতে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় তিনি তার দল আওয়ামীলীগ ও রাঙামাটি পৌরবাসীসহ সকলের কাছে কৃতজ্ঞ। তিনি চেষ্টা করবেন সকলকে নিয়ে একটি জনবান্ধব সুন্দর পৌরসভা উপহার দিতে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.