সোমবার রাঙামাটি শহরের আসামবস্তির সংলগ্ন কাপ্তাই হ্রদ এলাকা থেকে উত্তম মারমা(৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়,সোমবার সকালের দিকে রাঙামাটি শহরের আসামবস্তির শীতলা মন্দির এলাকাস্থ কাপ্তাই হ্রদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেয়ার পর লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির ছোট ভাই সুমন মারমা লাশ সনাক্ত করেন। লাশ উদ্ধার করে প্রথমে কতোয়ালী থানায় পরে ময়নাতদন্তের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মৃত উত্তম মারমার বাড়ী কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায়। দীর্ঘ দিন ধরে মৃত উত্তম মারমা আসামবস্তী এলাকায় বসবাস করে আসছেন। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী।
পুলিশ ধারনা করছে রোববার দিবাগত রাতে অতিরিক্ত মদ পান করে রাতে বাড়ীতে যাওয়ার সময় কাপ্তাই হ্রদে পানিতে ডুবে যায়। সকলে উত্তম মারমা লাশ পানিতে ভেসে উঠে।
রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রশীদ সত্যতা নিশ্চিত করে জানান, হ্রদ থেকে উদ্ধার লাশের শরীরে কোন আঘাতের চিহিৃত পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.