রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন কমিটির সমন্বয় সভা

Published: 25 Jan 2016   Monday   

সোমবার রাঙামাটি পার্বত্য জেলার মাসিক জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ রেজাউল করিম, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার সাজিয়া পারভিন, পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।


সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ক্লাস অতিসত্বর রাঙামাটি সরকারি কলেজের চালু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জেলার ঐতিহ্যবাহী এ বিদ্যাপ্রতিষ্ঠানটি রাজনৈতিক সমস্যার কারণে দীর্ঘদিন বন্ধ থাকতে পারে না। বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রচুর সমস্যা হচ্ছে।

 

তিনি এ বিষয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে সমন্বয়ের মাধ্যমে সমস্যা নিরসন করে কলেজের ক্লাস শুরু করতে কলেজ কর্তৃপক্ষকে পরামর্শ দেন। তিনি জেলার উন্নয়নের স্বার্থে পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়মিত উপস্থিত থেকে জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আহ্বান রাখেন।


ঝুম নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সভায় জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন ও প্রাতিষ্ঠানিকভাবে যাদের ২-৫ বছর এর বাগান রয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে ও বনবিভাগের তদন্ত অনুযায়ী বাগানীদের পুরস্কার প্রদান করা হবে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা জানান, রাজস্থলী, লংগদু, নানিয়ারচর ও কাউখালীতে ফায়ার স্টেশন বসানোর কাজ চলছে। এছাড়া খুব শীঘ্রই সরকার হতে বাঘাইছড়িতে ফায়ার স্টেশন বসানোর অনুমোদন প্রদান করা হবে বলে তিনি সভাকে অবহিত করেন।

 

জেলা স্কাউটসের সম্পাদক জানান, ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সর মাধ্যমে ঢাকায় অনুষ্ঠিতব্য স্কাউটস ক্যাম্পের উদ্বোধন করেন। এতে রাঙামাটি থেকে ৫টি দল অংশগ্রহণ করে এবং সারা বাংলাদেশ থেকে সেরা ৭১জনের মধ্যে রাঙামাটি থেকে ৩জন স্কাউটস শাপলা কার্প পদক পাওয়ার গৌরব অর্জন করেছে। তিনি পদকপ্রাপ্তদের পরিষদ থেকে সম্মাননা প্রদানের অনুরোধ জানান।

 

জেলা শিশু সংগঠক জানান, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা গত ১লা জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং গত ২৩ জানুয়ারি ঢাকায় এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে রাঙামাটি থেকে নৃত্যে একজন পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত