গুইমারায় ২টি দেশীয় তৈরী পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

Published: 26 Jan 2016   Tuesday   

খাগড়াছড়ির গুইমারা উপজেলার ইন্দ্রমনি কারবারী পাড়ায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করেছে সেনা বাহিনী। সোমবার গভীর রাতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার  করা হয়েছে।

 

জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে গুইমারা রিজিয়নের আওতাধীন ৪ ফিল্ড আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ রাকিব-এর নেতৃত্বে এক দল সেনা সদস্য উপজেলার ইন্দ্রমনি কারবারী পাড়াস্থ একটি জুম ঘরে অভিযান পরিচালনা করেন।

 

এসময় সন্ত্রাসীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেখান থেকে ২টি দেশীয় তৈরী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশিদ বই,১টি ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন সেনা সদস্যরা।

 

দীর্ঘ দিন ধরে ওই এলাকায় সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত