রাঙামাটিতে পরিবার পরিকল্পনা কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্ধোধন

Published: 27 Jan 2016   Wednesday   

রাঙামাটিতে ৪কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট আধুনিক মানের জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজের উদ্ধোধন করা হয়েছে বুধবার।

 

শহরের চম্পক নগর এলাকায় ভবনের ভিত্তিপ্রস্থর উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহ নেওয়াজ, জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ ডাঃ রতন কুমার দে’সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা ।

 

হেলথ্ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী প্রকৌশলী রায়হান উদ্দিন জানান ভবনটি সম্পন্ন করতে প্রায় দেড় বৎসর সময় লাগবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত