কাপ্তাইয়ে আইসিডিপি’র কমিউনিটি মিটিং অনুষ্ঠিত

Published: 28 Jan 2016   Thursday   

বুধবার কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন আইসিডিপি’র উপর কো-অর্ডিনেশন কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। 

 

উপজেলা রেষ্ট হাউসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী।

 

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো: নুরুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো: বজলুল হক, চট্টগ্রাম তথ্য বিভাগীয় উপ-পরিচালক মো: সাঈদ হাসান, বাংলাদেশ বেতার চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক মো: আবুল হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইসিডিপি’র প্রকল্প পরিচালক মো: ইয়াসিন।


প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা তথ্য কর্মকর্তা মো: হারুন, যুব কর্মকর্তা হেলাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলশান আক্তার, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মনজু মনস ত্রিপুরা প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত