বান্দরবানকে পর্যটন শিল্পের অপুর্ব সমারোহে গড়ে তোলা হবে-দিলীপ কুমার বণিক

Published: 28 Jan 2016   Thursday   

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেছেন,পর্যটন শিল্পের অপুর্ব সমারোহে বান্দরবানকে আরো সৌন্দর্যময় করে গড়ে তুলতে চেষ্টা করা হবে বলে আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, বান্দরবান একটি সকল ধর্মীয় সম্প্রদায়ের মহামিলনের স্থান হিসেবে সারাদেশ ব্যাপী ইতোমধ্যে যে সুনাম অর্জন করেছে তা দেখে আমি মুগ্ধ হয়েছি।

 

বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বান্দরবানের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এসব কথা বলেন।

 

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল্লাহ নুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ফারুক হোসেন প্রমুখ।  এছাড়া সংবাদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মোঃ ওসমান গনি, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারন সম্পাদক মিনারুল হক, মাসিক চিম্বুক সম্পাদক বাদশা মিয়া মাষ্টার,  প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর, বিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, সাপ্তাহিক বান্দরবানের সম্পাদক মোজাম্মেল হক লিটন,জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ চৌধুরী, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,সময় টেলিভিশনের প্রতিনিধি এস বাসু দাশ, দৈনিক কর্ণফুলির প্রতিনিধি এমএ মালেক  প্রমুখ। 

 

জেলা প্রশাসক আরও বলেন,সকল প্রশাসনকে তাদের স্বস্ব কাজের দিক নির্দেশনা সরকারই করে দিয়েছেন। সে কারনে এখানে কারো সাথে কোন প্রকার বৈরি মনোভাবের কোন কারন নেই।

 

তিনি বলেন একজন বিসিএস ক্যাডারের কর্মকর্তা সচিব হতে পারেন। কিন্তু সকলেই জেলা প্রশাসক হতে পারেন না। সরকার তাকে যে পদে পদ মর্যাদা দিয়ে প্রেরন করেছে সে দায়িত্ব পালনে সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি সকলের সহযোগিীতা কামনা করেন।

 

নবাগত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন জেলা প্রশাসন পরিচালিত কয়েকটি পর্যটন স্পট বান্দরবানে থাকার কারনে বহু টাকা আয় হচ্ছে। শুধু তাই নয় এ সব পর্যটন স্পট দর্শন করে দেশ বিদেশের পর্যটকেরাও আনন্দ অনুভব করছেন। তিনি তার মেয়াদ কালের মধ্যে আরো নতুন পর্যটন স্পট সৃষ্টি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত